ইন্টার মিলান ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (৬ মে) এফসি বার্সেলোনার বিপক্ষে ৪-৩ গোলের (দুই লেগ মিলিয়ে ৭-৬) নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে। সামগ্রিকভাবে ১৩ গোলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে।
ইন্টার এদিন ম্যাচের ৯২তম মিনিটেও ৩-২ গোলে পিছিয়ে ছিল। ইতালিয়ান চ্যাম্পিয়ন দলটি যোগ করা সময়ের শেষ মিনিটে ডিফেন্ডার ফ্রান্সেসকো আচেরবির গোলে সমতায় ফেরে। নির্ধারিত সময়ে ৩–৩ সমতায় থাকার পরে ডেভিড ফ্রাত্তেসি অতিরিক্ত সময়ে বাজিমাত করেন। তাঁর গোলেই বার্সার বিদায় ঘণ্টা বেজে যায়।
ইন্টার মিলান এই জয়ে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠলো।
ইতালির ক্লাবটি আগামী ৩১ মে বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠেয় ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি), অথবা আর্সেনালকে।
এই ম্যাচে হেরে চলতি মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলো। দলটি কিছুদিন আগে কোপা ডেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। হান্সি ফ্লিকের শিষ্যরা লা লিগার শিরোপা জয়ের দৌড়েও ফেভারিট। তাঁরা চার রাউন্ড বাকি থাকতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে।