loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ


প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে লন্ডন থেকে মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা-পরবর্তী সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং তিনি মানসিকভাবেও স্থিতিশীল। তিনি তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শন করায় দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের বাসভবন ‘ফিরোজা’র সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। এজেডএম জাহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশের পরে দুপুর আড়াইটার দিকে এক ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ডা. জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ। মানসিকভাবেও উনি স্ট্যাবল (স্থিতিশীল) আছেন। তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন।’ তিনি আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ ও মানসিকভাবে দৃঢ় রয়েছেন। খালেদা জিয়া তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শন করায় দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এজেডএম জাহিদ হোসেন আরও জানান, বেগম খালেদা জিয়া গত ৭ জানুয়ারি থেকে এ-পর্যন্ত লন্ডনে আসা-যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি (বেগম খালেদা জিয়া) দীর্ঘ সময়ের জার্নির কারণে শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরও মানসিকভাবে তাঁর অবস্থা অত্যন্ত স্থিতিশীল আছে বলে ডা. জাহিদ উল্লেখ করেন।

ডা. জাহিদ বেগম খালেদা জিয়ার এই সুস্থতা যেন অব্যাহত থাকে – সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

তিনি বলেন, কাতারের রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিনাভাড়ায় দেওয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং কাতার কর্তৃপক্ষের প্রতি বিএনপি’র চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃজ্ঞতা প্রকাশ করেছেন।

Loading...