loader image for Bangladeshinfo

শিরোনাম

  • রিয়ালের জয়ে বার্সার শিরোপা-উৎসবের অপেক্ষা দীর্ঘায়িত

  • ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে টাইগ্রেসদের উন্নতি

  • বিমানের টরন্টো, লন্ডন ও রোমের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ

  • গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শনে প্রধান উপদেষ্টা

  • ২০২৪-২৫ অর্থবছরে বেপজায় ৪৮০ মিলিয়ন ডলার নতুন বিনিয়োগ

রিয়ালের জয়ে বার্সার শিরোপা-উৎসবের অপেক্ষা দীর্ঘায়িত


রিয়ালের জয়ে বার্সার শিরোপা-উৎসবের অপেক্ষা দীর্ঘায়িত

এফসি বার্সেলোনার খেলোয়াড়-সমর্থকেরা বুধবার (১৪ মে) রাতে সান্টিয়াগো বার্নাবিউয়ের দিকে তাকিয়ে ছিলেন। আর একাদশ মিনিটে সেন্টারব্যাক মার্টিন ভালিয়েন্তের গোলে মায়োর্কা এগিয়ে গেলে তাঁরা নিশ্চয়ই আনন্দে মেতে উঠেছিলেন। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পরে তাঁরা হয়তো লিগ জয়ের উৎসবের প্রস্তুতিই নিয়ে রেখেছিলেন; কিন্তু বেরসিক রিয়াল তাতে অল্প সময়ের জন্য পানি ঢেলে দিয়েছে।

দলটি ম্যাচের ৬৮ মিনিটে কিলিয়ান এমবাপে এবং যোগ করা সময়ে (৯৫ মিনিট) ২০ বছর বয়সী ডিফেন্ডার ইয়াকোবো রামনের গোলে ২-১ গোলে জিতে মাঠ ছেড়েছে। ফলে লা লিগা শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে বার্সাকে আরেকটু অপেক্ষা করতেই হবে।

এদিন মায়োর্কার কাছে রিয়াল পরাজিত হলেই হান্সি ফ্লিকের দলের লা লিগা জয় নিশ্চিত হতো। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দলটি ম্যাচ জেতায় বার্সার জন্য অপেক্ষা একটু দীর্ঘায়িত হলো। যদিও সেটা বেশি দিনের জন্য নয়; বৃহস্পতিবার রাতেই ক্যাটালান ডার্বিতে এস্পানিওলের মাঠে জিতলে নিজেদের ২৮তম লিগ জয় নিশ্চিত হবে বার্সার।

বার্সেলোনা ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। বিদায়ী কোচ কার্লো আনচেলত্তির রিয়াল ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে। বার্সা নগর-প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে হারাতে পারলে এবং এরপর রিয়াল নিজেদের বাকি দুই ম্যাচে জয় পেলেও লেভানডস্কি-রাফিনিয়া-ইয়ামালদের দলকে ধরা সম্ভব হবে-না।

Loading...