loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এডিবি চারটি প্রকল্পে বাংলাদেশ ১৩০ কোটি ডলার ঋণ দেবে

  • হজযাত্রীর কোটা বৃদ্ধি না-করার জন্য সৌদি সরকারের প্রতি ধর্ম উপদেষ্টার অনুরোধ

  • রাজধানীর শিশুমেলা-আগারগাঁও সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার

  • জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি

বার্সেলোনা এবার লা লিগার শিরোপাও জিতলো


বার্সেলোনা এবার লা লিগার শিরোপাও জিতলো

এদিন এফসি বার্সেলোনার সামনে ছিল পরিষ্কার এক হিসাব – এস্পানিওলকে হারাতে পারলেই লা লিগার চ্যাম্পিয়নশিপ অর্জন। বার্সেলোনার এই হিসাব প্রতিপক্ষের মাঠ আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৫ মে) মিলিয়ে দিয়েছেন – লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। তাঁদের করা গোলে নগর-প্রতিদ্বন্দ্বী দলটিকে ২-০ গোলে পরাজিত করে নিজেদের ২৮তম ঘরোয়া লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সা। সর্বোচ্চ ৩৬বার লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ।

হান্সি ফ্লিকের বার্সা ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদ সমান-সংখ্যক ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। দুই দলকেই আর দু’টি করে ম্যাচ খেলতে হবে। নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সাকে ছাড়িয়ে যাওয়া রিয়ালের পক্ষে সম্ভব হবে-না; কেননা দুই দলের ব্যবধান সাত পয়েন্ট।

বার্সা কোচ ফ্লিক প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন। তিনি ক্লাবটিতে তাঁর অভিষেক মৌসুমেই জিতলেন কোপা ডেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। 

ফ্লিকের দল শুক্রবার লিগ শিরোপা বার্সেলোনা শহরে উদ্‌যাপন করবে।

বার্সা এই চ্যাম্পিয়নশিপের মধ্যদিয়ে স্পেনের ঘরোয়া সব শিরোপাই জিতে নিলো। দলটি গত জানুয়ারিতে জিতেছে সুপার কাপ, গত মাসে কোপা ডেল রে, এবং এরপর লিগ শিরোপাও ক্যাটালান ক্লাবটিতেই গেলো।

Loading...