loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এমআরএ’র নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার

  • বার্সেলোনা এবার লা লিগার শিরোপাও জিতলো

  • চাকা হারিয়েও বিমানের ফ্লাইটের ঢাকায় নিরাপদ অবতরণ

  • ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে টাইগ্রেসদের উন্নতি

দুই শনিবার চালু থাকবে সরকারি অফিস, ব্যাংক


দুই শনিবার চালু থাকবে সরকারি অফিস, ব্যাংক

দেশের সব সরকারি অফিস আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটির কারণে কর্মঘন্টা পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও (১৭ মে) খোলা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ৬ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। এর ফলে, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা ছুটি উপভোগ করবেন। এই টানা ছুটি বাস্তবায়নের অংশ হিসেবেই মূলত ১৭ ও ২৪ মে – এই দুই শনিবার অফিস চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত সপ্তাহের এই দিনগুলোতে সরকারি অফিস বন্ধ থাকে; তবে এবার সেটি পরিবর্তন করা হলো।

প্রজ্ঞাপনে জানানো হয়, আসন্ন ঈদের ছুটিকালীন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে, জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সেবা, যেমন – বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে, চিকিৎসা-সেবা, হাসপাতাল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণে নিয়োজিত কর্মী ও যানবাহনও এই ছুটির বাইরে থাকবে। 

এই উদ্যোগের ফলে ঈদে টানা ছুটির সুবিধা যেমন মিলবে, তেমনি দেশের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর কার্যক্রমও নির্বিঘ্নে চলবে।

Loading...