আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের সূচি সোমবার (১৬) প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। ম্যাচটি হবে শ্রীলংকার কলম্বোয়। নারী ওয়ানডে বিশ্বকাপ ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে। বিশ্বকাপের পর্দা নামবে ২ নভেম্বর ফাইনালে মধ্যদিয়ে।
আট দলের এই প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ হবে। ভারত মূল আয়োজক হলেও পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলংকার মাটিতে হবে। পাকিস্তান নিজেদের সব ম্যাচ খেলবে কলম্বোয়। বিশ্বকাপের ভেন্যুগুলো হলো – ভারতের ব্যাঙ্গালুরু, গৌহাটি, ইন্দোর, বিশাখাপত্তম এবং শ্রীলংকার কলম্বো।
বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৭ অক্টোবর ভারতের গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। টাইগ্রেসরা এরপর ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো ভারতের বিশাখাপত্তমে খেলবে।
বাংলাদেশ লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচ ২০ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় খেলবে। টাইগ্রেসরা ২৬ অক্টোবর ব্যাঙ্গালুরুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি কলম্বোয় ৫ অক্টোবর হবে।
২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ভারত স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। বাকী পাঁচ দল হলো – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। বাংলাদেশ ও পাকিস্তান বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলদেশের ম্যাচ:
২ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান, কলম্বো
৭ অক্টোবর – বাংলাদেশ বনাম ইংল্যান্ড, গৌহাটি
১০ অক্টোবর – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, বিশাখাপত্তম
১৩ অক্টোবর – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, বিশাখাপত্তম
১৬ অক্টোবর – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, বিশাখাপত্তম
২০ অক্টোবর – বাংলাদেশ বনাম শ্রীলংকা, কলম্বো
২৬ অক্টোবর – বাংলাদেশ বনাম, ব্যাঙ্গালুরু