loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ঢাবি’তে তিনদিনব্যাপী নাট্যোৎসব


ঢাবি’তে তিনদিনব্যাপী নাট্যোৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য-সংসদের উদ্যোগে তিনদিনব্যাপী নাট্যোৎসব রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুরু হচ্ছে। টিএসসি মিলনায়তনে এই উৎসব চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। দু’টি বিশ্ববিদ্যালয় এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি নাট্যদল উৎসবে অংশ নিচ্ছে। এই উৎসবের সবগুলো নাটক ও উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে।

জানা গেছে, এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব উদ্বোধন করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আরও উপস্থিত থাকবেন অধ্যাপক ড. ইস্রাফিল শাহীন, অধ্যাপক ড. আহমেদুল কবীর ও সাবেক সাংসদ তানভির শাকিল জয়। 

পরে ঢাবি নাট্য-সংসদ প্রযোজিত মনোজ মিত্রের নাটক ‘কাকচরিত্র’ মঞ্চস্থ হবে। এই নাটক নির্দেশনায় রয়েছেন শুভ্রা গোস্বামী।

উৎসবের দ্বিতীয় দিন ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক নাজমুল হাসান ও ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী। এ-দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাট্য ও নাট্যতত্ব বিভাগের প্রযোজনায় সেলিম আল দীনের নাটক ‘কীত্তনখোলা’ মঞ্চায়ন করা হবে। এর নির্দেশনায় রয়েছেন আহসান হাবিব।

উৎসবের শেষ দিনে ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার নাটকের দল ‘আনন্দন’ মধুসূদন মুখোপাধ্যায় রচিত এবং সঞ্জীব সরকারের নির্দেশিত নাটক ‘টেলিস্কোপ’ মঞ্চায়ন করবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাবি জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকার। আলোচনায় অংশ নেবেন ঢাবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীম হাসান।

Loading...