loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

এবার ওয়েব সিরিজে ইমন


এবার ওয়েব সিরিজে ইমন

ঢালিউড তারকা ইমন এবার ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। এর নাম ‘বিউটি অ্যান্ড দি বুলেট’। এটি নির্মাণ করছেন ‘জিরো ডিগ্রি’ খ্যাত পরিচালক অনিমেষ আইচ। মারুফ রেহমানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি। রোববার (৬ জানুয়ারি) থেকে মিরপুরের একটি স্টুডিওতে শুরু হয়েছে ওয়েব সিরিজটির শুটিং।

এশিয়াটিকের আরেক প্রতিষ্ঠান গুড কম্পানির ব্যানারে এবং লাক্স প্রযোজনা করছে ‘বিউটি অ্যান্ড দি বুলেট’। এই ওয়েব সিরিজে ইমন ছাড়াও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম, মম ছাড়াও অনেকে। একটি রিয়েলিটি শোকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। খবর  স্থানীয় সংবাদ মাধ্যমের।

‘বিউটি অ্যান্ড দি বুলেট’-এ ইমনকে দেখা যাবে একজন জনপ্রিয় নায়কের চরিত্রে। তারকাবহুল এই ওয়েব সিরিজে রাখা হয়েছে একটা রিয়েলিটি শো, যেখানে প্রতিযোগী হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। সেই প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় থাকবেন ইমন এবং সুবর্ণা মুস্তাফা। আরও আছেন মম। তাঁকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।

Loading...