loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

জয় এবার শিক্ষকতায়


জয় এবার শিক্ষকতায়

শাহরিয়ার নাজিম জয় এবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন। তিনি গ্রিন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের অভিনয়, চিত্রনাট্য লেখা ও পরিচালনা বিষয়ে পড়াবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তিনি সপ্তাহে দুই দিন নিয়মিত ক্লাস নেবেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জয় পরিচিত একজন অভিনয়শিল্পী হিসেবে। পাশাপাশি তিনি লেখালেখিও করেছেন। নাটক ও চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন। মডেলিং করেছেন। ছোট ও বড় পর্দায় পরিচালনার কাজও করেছেন। সম্প্রতি তিনি টিভি উপস্থাপক হিসেবে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।

জয় বলেছেন, তিনি দীর্ঘদিন এই মিডিয়ার সঙ্গে জড়িত। এই সময়ে তিনি যে-অভিজ্ঞতা অর্জন করেছেন তা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেবেন।

Loading...