loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

এটিএম শামসুজ্জামানের অবস্থা ভালোর দিকে


এটিএম শামসুজ্জামানের অবস্থা ভালোর দিকে

অভিনেতা এটিএম শামসুজ্জামানের শরীরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আপাতত কোনো ঝুঁকি নেই। এটিএম শামসুজ্জামানের পারিবারিক সূত্র উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।

গত শুক্রবার (২৬ এপ্রিল) হঠাৎ বেশ অসুস্থ বোধ করলে এটিএম শামসুজ্জামানকে রাত এগারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার দুপুরেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, চিকিৎসকের পরামর্শে তাঁকে রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। এরপর সাধারণ শয্যায় স্থানান্তর করা হবে। তবে হাসপাতালে থাকতে হবে আরও কয়েকদিন।

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। কাহিনিকার-চিত্রনাট্যকার হিসেবে ‘জলছবি’ ছবিতে কাজ শুরু করে এ-পর্যন্ত শতাধিক ছবিতে চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন তিনি। 

কৌতুক-অভিনেতা হিসেবে চলচ্চিত্র-জীবন শুরু করলেও মূলত খল-অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান এটিএম শামসুজ্জামান।

শিল্পকলায় অবদানের জন্য তিনি ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবারেরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এখন পর্যন্ত তাঁর অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হলো নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’। গত ২৬ এপ্রিল ছবিটি বাংলাদেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Loading...