loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান


এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

চিকিৎসার জন্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মে) সকালে রাজধানীর ঢাকার আজগর আলী হাসপাতালে ১০ লাখ টাকার এই অনুদান দেওয়া হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

হাসপাতালে প্রধানমন্ত্রীর পক্ষে বরেণ্য এই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন তাঁর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ-সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সঙ্গীতশিল্পী রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত ২৬ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান।

Loading...