loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত


রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাসেম রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মো. আবুল কাসেম জানিয়েছেন, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। যেহেতু রুমিন ফারহানা প্রত্যাহার করেননি, তাই তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদে বিএনপি’র পাঁচজন সাংসদ রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনের একটি পাবে বিএনপি। ফলে রুমিন ফারহানা হতে যাচ্ছেন তাঁদের নারী সাংসদ।

পেশায় আইনজীবী ও বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে একাদশ সংসদ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে ওই আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। তিনি ৩০ ডিসেম্বরের ভোটে বিজয়ী হন।

Loading...