loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিতদের শপথ গ্রহণ


অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিতদের শপথ গ্রহণ

অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ শপথ নিয়েছেন। সংগঠনটির রাজধানীর নিকেতনে অবস্থিত কার্যালয়ে সোমবার (২৪ জুন) শপথ গ্রহণ করেন তাঁরা। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও অভিনেতা খায়রুল আলম সবুজ। এরপর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিতদের নির্মাতা-শিল্পীরা ফুল দিয়ে বরণ করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গত শুক্রবার (২১ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে শহীদুজ্জামান সেলিম সভাপতি ও আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান ও আনিসুর রহমান মিলন। এছাড়া অর্থসম্পাদক পদে নূর এ আলম, দপ্তর সম্পাদক মেরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন, আইন ও কল্যাণ সম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে সুজাত শিমুল নির্বাচিত হন। 

এর কার্যনির্বাহী পরিষদের সাতজন সদস্য হলেন - নাদিয়া আহমেদ, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, বন্যা মির্জা, মুনিরা বেগম মেমী, শাম্স সুমন ও রাজীব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান জর্জ।

অভিনয় শিল্পী সংঘের এবারের নির্বাচনে ২১টি পদে ৫১ জন শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Loading...