loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

লোকসভায় শপথ নিলেন নুসরাত ও মিমি


লোকসভায় শপথ নিলেন নুসরাত ও মিমি

ভারতের লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচিত দুই সাংসদ, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। মঙ্গলবার (২৫ জুন) সংসদের নিম্নকক্ষে প্রথমে শপথ নেন নুসরাত ও পরে মিমি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

নির্বাচনে নুসরাত মুসলিম-অধ্যূষিত বসিরহাট থেকে এবং মিমি যাদবপুর থেকে জয়ী হন। দু’জনেই এই প্রথম সাংসদ নির্বাচিত হয়েছেন।

তুরস্কে অবস্থানের কারণে এই দুই তারকা সংসদ শুরুর দিনে লোকসভায় শপথ নিতে পারেননি। তাই মঙ্গলবার সকালে সংসদ-অধিবেশন শুরু হওয়ার পরই বাংলায় শপথ নেন পশ্চিমবঙ্গের এই দুই সাংসদ।

গত রোববার তুরস্ক থেকে বিয়ে সেরে ফিরেছেন নুসরাত; তাঁর স্বামী কলকাতার ব্যবসায়ী নিখিল জৈন। নুসরাতের বিয়ের অনুষ্ঠানে ছিলেন মিমি-ও। 

সোমবার রাতে স্বামীর সঙ্গে দিল্লি পৌঁছান নুসরাত। আর মিমি তুরস্ক থেকে সরাসরি দিল্লি এসেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায়ই তাঁরা কলকাতায় ফিরে যান।

আগামী ৪ জুলাই হবে নিখিল ও নুসরাতের গ্র্যান্ড রিসেপশন।

Loading...