loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চলে গেলেন বিখ্যাত গায়ক জোয়াও জিলবার্তো


চলে গেলেন বিখ্যাত গায়ক জোয়াও জিলবার্তো

ব্রাজিলের কিংবদন্তি গায়ক, সঙ্গীত রচয়িতা ও ‘বোসা নোভা’ নামে পরিচিত সুরমূর্ছনার একজন পথিকৃত শিল্পী জোয়াও জিলবার্তো নিজবাসায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জিলবার্তোর ছেলে মার্সেলো জিলবার্তো শনিবার (৬ জুলাই) এই মৃত্যুর খবর জানান। জিলবার্তো কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

মার্সেলো তাঁর ফেইসবুক পেইজে লিখেছেন, ‘আমার পিতা মারা গেছেন’। ‘তাঁর লড়াই ছিল মহৎ, তিনি তাঁর মর্যাদা বজায় রাখার চেষ্টা করে গেছেন’। (অনূদিত)

১৯৩১ সালে জন্মগ্রহণ করা জিলবার্তো ১৮ বছর বয়সে প্রথম গিটার হাতে পেয়ে সঙ্গীতের প্রতি আকর্ষণ অনুভব করেন। তিনি ১৯ বছর বয়সে নিজগ্রাম ছেড়ে রিও ডি জেনেইরোতে আসেন।

১৯৬০ দশকে তাঁর সিঙ্গেল অ্যালবাম ‘দি গার্ল ফ্রম ইপেনিমা’ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়। এটি ১৯৬৫ সালে ‘গ্র্যামি ফর রেকর্ড অফ দি ইয়ার’ অর্জন করে। তিনি পর্তুগিজ ভাষায় গানটি গেয়েছিলেন।

মার্সেলো ছাড়াও জিলবার্তোর আরও দুই সন্তান রয়েছে।

Loading...