loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

চলে গেলেন বিখ্যাত গায়ক জোয়াও জিলবার্তো


চলে গেলেন বিখ্যাত গায়ক জোয়াও জিলবার্তো

ব্রাজিলের কিংবদন্তি গায়ক, সঙ্গীত রচয়িতা ও ‘বোসা নোভা’ নামে পরিচিত সুরমূর্ছনার একজন পথিকৃত শিল্পী জোয়াও জিলবার্তো নিজবাসায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জিলবার্তোর ছেলে মার্সেলো জিলবার্তো শনিবার (৬ জুলাই) এই মৃত্যুর খবর জানান। জিলবার্তো কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

মার্সেলো তাঁর ফেইসবুক পেইজে লিখেছেন, ‘আমার পিতা মারা গেছেন’। ‘তাঁর লড়াই ছিল মহৎ, তিনি তাঁর মর্যাদা বজায় রাখার চেষ্টা করে গেছেন’। (অনূদিত)

১৯৩১ সালে জন্মগ্রহণ করা জিলবার্তো ১৮ বছর বয়সে প্রথম গিটার হাতে পেয়ে সঙ্গীতের প্রতি আকর্ষণ অনুভব করেন। তিনি ১৯ বছর বয়সে নিজগ্রাম ছেড়ে রিও ডি জেনেইরোতে আসেন।

১৯৬০ দশকে তাঁর সিঙ্গেল অ্যালবাম ‘দি গার্ল ফ্রম ইপেনিমা’ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়। এটি ১৯৬৫ সালে ‘গ্র্যামি ফর রেকর্ড অফ দি ইয়ার’ অর্জন করে। তিনি পর্তুগিজ ভাষায় গানটি গেয়েছিলেন।

মার্সেলো ছাড়াও জিলবার্তোর আরও দুই সন্তান রয়েছে।

Loading...