loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

শপথ নিলেন বিএনপি’র জি এম সিরাজ


শপথ নিলেন বিএনপি’র জি এম সিরাজ

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি থেকে নির্বাচিত গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে গোলাম মোহাম্মদ সিরাজকে শপথ পাঠ করান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জি এম সিরাজ বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করতেন। এবার তিনি নির্বাচনে অংশ নিতে না পারায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই আসন থেকে লড়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু দল থেকে নির্বাচিত অন্যরা শপথ নিলেও মির্জা ফখরুল নির্ধারিত সময়ে শপথ নেননি। ফলে আসনটি শূন্য ঘোষণা করে আবার নির্বাচন হয়। আর এতে জয়ী হন বিএনপি’র প্রার্থী জিএম সিরাজ।

Loading...