loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

খল-অভিনেতা বাবর আর নেই


খল-অভিনেতা বাবর আর নেই

বাংলাদেশি চলচ্চিত্রের খল-অভিনেতা খলিলুর রহমান বাবর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ অগাস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, আজ দুপুরে বাংলাদেশ চলচ্চিত্রে উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজা শেষে সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বাবরকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে গ্যাংরিন (পচনরোগ) সমস্যায় ভুগছিলেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যাও ছিল তাঁর।

খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য ‍দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 

বাবর ‘দাগী’ নামের একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। পরিচালনা করেছেন একমাত্র ছবি ‘দয়াবান’।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন বাবর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Loading...