loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন, ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে

  • দেশে করোনায় ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু, ২৬৩৫ জন শনাক্ত, সুস্থ ৫২১ জন

  • প্রবাসী-আয়ে ১৬.৫৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড

  • দেশে করোনাভাইরাসে তরুণদের আক্রান্তের হার বেশি

  • ঘরে বসেই খোলা যাবে সোনালী ব্যাংকের হিসাব

খল-অভিনেতা বাবর আর নেই


খল-অভিনেতা বাবর আর নেই

বাংলাদেশি চলচ্চিত্রের খল-অভিনেতা খলিলুর রহমান বাবর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ অগাস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, আজ দুপুরে বাংলাদেশ চলচ্চিত্রে উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজা শেষে সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বাবরকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে গ্যাংরিন (পচনরোগ) সমস্যায় ভুগছিলেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যাও ছিল তাঁর।

খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য ‍দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 

বাবর ‘দাগী’ নামের একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। পরিচালনা করেছেন একমাত্র ছবি ‘দয়াবান’।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন বাবর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Loading...