loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

বিটিভি এখন ভারতে দেখা যাচ্ছে


বিটিভি এখন ভারতে দেখা যাচ্ছে

ভারতে সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র অনুষ্ঠান সম্প্রচার চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রী-পরিষদ সভায় এ-বিষয়ে জানানো হয়। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী-পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ-তথ্য জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মন্ত্রী-পরিষদ সচিব বলেন, “ভারত তাঁদের জাতীয় টেলিভিশন ‘দূরদর্শন’-এর মাধ্যমে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার চালু করবে মর্মে দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুনে ভারত সফরকালে এই চুক্তি স্বাক্ষর করেন।”

ভারতের ডিস ফ্রি আর্ট টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্ম - ডিডি’র মাধ্যমে স্থানীয় সময় সোমবার সকাল ৯টা থেকে বিটিভি’র অনুষ্ঠান সম্প্রচার চালু হয়। 

এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নগরীর রামপুরার বিটিভি অডিটোরিয়ামে সোমবার বিকেল তিনটায় অনুষ্ঠান সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Loading...