loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘মায়াবতী’


শুক্রবার মুক্তি পাচ্ছে ‘মায়াবতী’

নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির প্রথম সিনেমা ‘মায়াবতী’ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সারাদেশে মুক্তি পাচ্ছে। নারী পাচার ও একটি মেয়ের সংগ্রামী জীবনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

ছবিটির গল্পে দেখা যাবে, মায়া নামের একজন কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানেই তাঁর বেড়ে ওঠা। এরপর বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁর জীবন অতিবাহিত হয়।

আনোয়ার আজাদ ফিল্মস্ ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত ‘মায়াবতী’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, মধুমিতা, বলাকা, শ্যামলী ও আনন্দসহ সারাদেশে মোট ২২ প্রেক্ষাগৃহে ‘মায়াবতী’ মুক্তি পাবে বলে খবরে প্রকাশ।

Loading...