loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’-এর উদ্বোধন বুধবার


আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’-এর উদ্বোধন বুধবার

প্রকাশ্যে এলো প্রয়াত সঙ্গীতশিল্পী ও বাংলাদেশের গিটার লেজেন্ড আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’। চট্টগ্রাম নগরীর প্রর্বতক মোড়ে এখন এটি দেখা যাচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় রূপালি গিটার ভাস্কর্যটি উদ্বোধন করবেন নগরীর মেয়র আ জ ম নাছির উদ্দীন। সেইসঙ্গে মোড়টিতে ‘আইয়ুব বাচ্চু চত্বর’ নামফলকও উন্মোচন করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ রেজাউল করিম রেজার বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমে এ-খবর প্রকাশিত হয়েছে।

আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ ও তাঁর সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ প্রবর্তক মোড় চত্বরে এলআরবি প্রতিষ্ঠাতার রূপালি গিটারের আদলে এর একটি প্রতীক বসানো হয়েছে। এখানে আইয়ুব বাচ্চুর ছবি থাকবে, তাঁর সম্পর্কে তথ্য উপস্থাপন করা হবে।

স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু এই গিটারটিতে রয়েছে ছয়টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়বে।

উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন গুণী এই শিল্পী। ২০ অক্টোবর তাঁকে সমাহিত করা হয় চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে।

এই ‘রূপালি গিটার’ নিয়ে উচ্ছ্বসিত আইয়ুব বাচ্চুর ভক্তরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন শিল্পীর প্রতি এ-রকম সম্মান প্রদর্শনের জন্য।

Loading...