আমরা ইনফোটেইনমেন্ট লিমিটেড (এআইএল) ও শিওরক্যাশ-এর মধ্যে রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস)-বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি অনুযায়ী, এআইএল, শিওরক্যাশ-এর মাধ্যমে তাঁদের গ্রাহকদের অনলাইন পেমেন্ট গেইটওয়ে-সেবা প্রদান করবে।
এআইএল-এর ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক মোহাম্মদ আবেদ সাদউল্লাহ, বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী তানিয়া বিনতে জামান এবং শিওরক্যাশ-এর এভিপি ও হেড অফ কর্পোরেট বিজনেস মো. শফিকুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক, বিজনেস পেমেন্ট, মো. হান্নান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এআইএল হলো একটি আইটিইএস সার্ভিস প্রোভাইডার - যাঁরা ই-কমার্স ব্যবসা ও সেবা-প্রদানকারীদের ওয়ান স্টপ ই-কমার্স সেবা দিয়ে থাকে।