loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

কিংবদন্তি অপেরা শিল্পী জেসি নরম্যান আর নেই


কিংবদন্তি অপেরা শিল্পী জেসি নরম্যান আর নেই

অপেরা সংগীতের মহাতারকা, আমেরিকান শিল্পী জেসি নরম্যান আর নেই। গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই সংগীতশিল্পী ৭৪ বছর বয়সে তাঁর প্রিয়জনদের উপস্থিতিতে নিউইয়র্কের একটি হাসপাতালে সোমবার (৩০ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

২০১৫ সালে স্পাইনাল কর্ডের সমস্যার কারণে নরম্যানের কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়েছিল। এছাড়া তাঁর সেপটিক শক হয়েছিল।

১৮৪৫ সালের ১৫ সেপ্টেম্বর একটি সংগীতপ্রেমী পরিবারে জন্ম নিয়েছিলেন জেসি নরম্যান। এই সৌখিন শিল্পী পরিবারে পাঁচ ভাই-বোনের সঙ্গে সংগীতের মাঝেই বড় হয়েছিলেন। 

২০১৪ সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি জীবনের এমন কোনো মুহূর্ত মনে করতে পারি না, যখন আমি গান গাওয়ার চেষ্টা করিনি।’

নরম্যান ১৯৯৭ সালে সম্মানজনক কেনেডি সেন্টার অনার লাভ করেন। এছাড়া তিনি ন্যাশনাল মেডেল অফ আর্টস অর্জন করেছেন। ১৯৯৬ সালে আটলান্টা সামার অলিম্পিক্সে উদ্বোধনী সংগীত পরিবেশন করেছিলেন তিনি।

Loading...