loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

রংপুর-৩ উপনির্বাচনে জাপা’র সাদ এরশাদ বেসরকারিভাবে বিজয়ী


রংপুর-৩ উপনির্বাচনে জাপা’র সাদ এরশাদ বেসরকারিভাবে বিজয়ী

জাতীয় পার্টি (জাপা) মনোনীত ও বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের প্রার্থী রাহগীর আলমাহী সাদ এরশাদ শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত রংপুর-৩ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শনিবার রাতে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রংপুর-৩ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন পুলিশ হল কন্ট্রোল রুমে অনানুষ্ঠানিকভাবে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

তিনি এ-সময় রংপুর-৩ সংসদীয় আসনে উপ-নির্বাচনে রাহগীর আলমাহী সাদ এরশাদ ৫৮,৮৭৮ ভোট পেয়েছেন বলে জানান। সাদ এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ প্রতীক)। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গত ১৪ জুলাই জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরে শূন্য এই আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্যান্যরা হলেন - স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটর কার প্রতীক), গণ ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ শহীদুল্লাহ (মাছ প্রতীক), খেলাফত মজলিশের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল রাজু (দেয়াল ঘড়ি প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফিউল আলম (আম প্রতীক)।

রিটার্নিং অফিসার বলেছেন, রোববার (৬ অক্টোবর) বেসরকারিভাবে ঘোষিত এই ফলাফল পুনরায় পরীক্ষা করা হবে।

জানা গেছে, রংপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটদানের হার ছিল ২২.৮৬ শতাংশ।

Loading...