loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

হ্যাজার্ডের অভিষেক গোল, জিতেছে রিয়াল


হ্যাজার্ডের অভিষেক গোল, জিতেছে রিয়াল

দারুণ এক ম্যাচ উপহার দিলো স্বাগতিক রিয়াল মাদ্রিদ ও গ্রানাডা। ছয় গোলের ম্যাচে শেষ পযর্ন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। স্পেনের ফুটবল লিগে শনিবার (৫ অক্টোবর) জিনেদিন জিদানের ক্লাব ৪-২ গোলে জিতেছে গ্রানাডার বিপক্ষে।

এদিন সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গ্যারেথ বেলের ক্রস থেকে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা (১-০)। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা জিদানের শিষ্যরা দ্বিতীয় গোলের দেখা পায় প্রথমার্ধের যোগ হওয়া সময়ে। ফেদেরিকো ভালভার্দের পাস থেকে রিয়ালের যোগ দেয়ার পরে প্রথম গোল করলেন এডেন হ্যাজার্ড (২-০)। লা লিগায় চতু্র্থ ম্যাচে এসে নিজের প্রথম গোলের দেখা পেলেন চেলসি থেকে আসা এই বেলজিয়ান ফরোয়ার্ড।

এরপর বদলি হিসেবে নেমে ৬১ মিনিটে দলকে আরেকবার এগিয়ে দেন লুকা মড্রিচ (৩-০)।

অবশ্য বড় পরাজয়ের খাদে থেকেই রিয়ালকে চাপে ফেলে দিয়েছিল গ্রানাডা। ৬৯ মিনিটে ডারউইন মাচিসের পেনাল্টি থেকে ব্যবধান কমায় দলটি (৩-১)। ৭৭ মিনিটে ব্যবধান ৩-২ করেন ডমিঙ্গোস দুয়ার্তে।

যাহোক, একেবারে শেষে যোগ হওয়া সময়ে আবার এগিয়ে যায় রিয়াল। গ্রানাডার জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন বদলি নামা জেম্স রদ্রিগেজ (৪-২)।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। আট ম্যাচে দলটির পয়েন্ট ১৮। গ্রানাডা ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

Loading...