loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • নিউইয়র্কে নৈশ কারফিউ ৭ জুন পর্যন্ত বলবৎ

  • করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে

  • ওয়াজিদ খানের মৃত্যু, ছিন্ন হলো সাজিদ-ওয়াজিদ জুটি

  • অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার মৃত্যু বাড়বে: ডব্লিউএইচও

  • ডিপিএস-এর এপ্রিল ও মে মাসের বিলম্ব ফি নেয়া যাবে না

‘অথবা ডট কম’-এ জেনিস-এর পণ্য


‘অথবা ডট কম’-এ জেনিস-এর পণ্য

অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’ (www.othoba.com) থেকে ফুটওয়্যার ব্র্যান্ড জেনিস-এর আকর্ষণীয় ডিজাইনের জুতা ও এক্সেসরিজ কেনা যাবে। এ-লক্ষ্যে ‘অথবা ডট কম’ ও জেনিস ইন্টারনেশন্যাল লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি হয়েছে।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় ‘অথবা ডট কম’-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ‘অথবা ডট কম’-এর হেড অফ বিজনেস আজিম হোসেন ও জেনিস ইন্টারনেশন্যাল-এর জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ-সময় ‘অথবা ডট কম’-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নূর মোহাম্মদ রাসেল, সিনিয়র এক্সিকিউটিভ জহিরুল ইসলাম, জেনিস ইন্টারন্যাশনাল-এর রিটেইল ও ডিজিটাল সেলস ম্যানেজার পলাশ কুমার ভদ্র ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিশুক ই কিবরিয়া উপস্থিত ছিলেন।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...