loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকায় বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী মুদ্রণ-প্রযুক্তি প্রদর্শনী


ঢাকায় বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী মুদ্রণ-প্রযুক্তি প্রদর্শনী

মুদ্রণ-শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, কাগজ, কালি প্রভৃতি নিয়ে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রাজধানীতে তিনদিনব্যাপী এক আন্তর্জাতিক প্রদর্শনী -  ‘প্রিনটেক বাংলাদেশ ২০১৯’ শুরু হচ্ছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি (পিআইএবি)’র যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পসংশ্লিষ্ট আন্তর্জাতিক পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হবে।

সোমবার (৭ অক্টোবর)  রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা এ-সব তথ্য জানিয়েছে। এতে বক্তৃতা করেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত এবং আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড’এর ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূইঁয়া। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আয়োজকেরা জানিয়েছেন, প্রিনটেক বাংলাদেশ ২০১৯-এ স্ক্রিন, ডিজিটাল, সাব্লিমেশন ও টেক্সটাইল প্রিন্টিংয়ের উপর প্রি-প্রেস, ইন-প্রেস, পোস্ট প্রেস, ফিনিশিং, কনভার্টিং, সাইনেজ, স্ক্রিন, করুগেশন, কাগজ, প্যাকেজিং, সফ্টওয়্যার, কালি, মেশিন স্পেয়ার্স, কেমিক্যাল ও প্রভৃতি সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন করা হবে।

এই প্রদর্শনীতে ইন্ডিয়ান প্রিন্টিং প্যাকেজিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইপিএএমএ) ও স্ক্রিন প্রিন্টারর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এসপিআইএ) থেকে প্রায় ৬০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়া চীন ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানও অংশগ্রহণ করবে।

স্থানীয় শিল্পের দোরগোড়ায় সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরতে এবং বাংলাদেশের এই শিল্পের সাথে অন্যান্য দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করতেই মূলত এই প্রচেষ্টা বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রদর্শনীতে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করা যাবে।

Loading...