loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মাঠে এমবাপে, জিতেছে পিএসজি


মাঠে এমবাপে, জিতেছে পিএসজি

আঘাতের কারণে আগের দুই ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। সেরে উঠে বদলি হিসেবে মাঠে নেমেই তাক লাগিয়ে দিলেন তিনি, নিজে গোল করলেন, সতীর্থকে দিয়ে গোল করালেন। এই ফরাসি স্ট্রাইকারের নৈপুণ্যের ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া আর মাউরো ইকার্দিও। আর তাতে বড় জয় পেলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ফ্রান্সের লিগ ওয়ান-এ নিস-এর মাঠে ৪-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি। প্রথমার্ধে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ব্যবধান কমায় নিস। ম্যাচের একেবারে শেষ দিকে লক্ষ্যভেদ করেন এমবাপে ও আরেক আর্জেন্টাইন তারকা ইকার্দি।

আঘাতের কারণে এ-ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। এমবাপে ও উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানিও ছিলেন না শুরুর একাদশে। তাঁদেরকে ছাড়াই দারুণ শুরু করে পিএসজি। পঞ্চদশ মিনিটে ইকার্দির পাসে গোল করে দলকে এগিয়ে নেন ডি মারিয়া (১-০)। সাত মিনিট পরে থমাস মুনিয়েরের বাড়ানো বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান তিনি (২-০)।

একপেশে ধারাটা কেটে যায় দ্বিতীয়ার্ধে। ৬৭তম মিনিটে নিস-এর হয়ে এক গোল শোধ করেন ইগনাতিয়াস গানাগো (২-১)। তবে দুই মিনিটের ব্যবধানে স্বাগতিকদের দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ফের চালকের আসনে বসে পড়ে পিএসজি। ৭৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়াইলান সিপ্রিয়েন। ৭৬তম মিনিটে সরাসরি লাল কার্ড পান ক্রিস্তোফে হেরেয়ে।

৮৪তম মিনিটে মাঠে নেমেপাঁচ মিনিটের মধ্যে গোল পেয়ে যান এমবাপে। ডি মারিয়ার শট নিস-এর ডিফেন্ডার দান্তে ফিরিয়ে দেওয়ার পর মাটি কামড়ানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি (৩-১)। 

নির্ধারিত সময়ের শেষ মিনিটে পাল্টা আক্রমণ থেকে চতুর্থ গোল করে পিএসজি। দলটির আক্রমণভাগের ত্রয়ীর সবাই অবদান রেখেছেন এতে।

নিজেদের অর্ধ থেকে বল টেনে নিয়ে ডি মারিয়া নিস-এর ডি-বক্সের পাস দেন এমবাপেকে। এরপর তিনি দেন ইকার্দিকে। বাকি কাজটা সহজেই সারেন চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে যোগ দেওয়া এই তারকা।

ফরাসি লিগে টানা তৃতীয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ জয় পেলো টমাস টুখেলের শিষ্যরা। ১০ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে পিএসজি। নয় ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দলটির পরে রয়েছে নঁতে।

Loading...