loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

আর্জেন্টিনার রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন আলবার্তো ফার্নান্দেজ


আর্জেন্টিনার রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন আলবার্তো ফার্নান্দেজ

আর্জেন্টিনার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির কেন্দ্রীয় বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ। নির্বাচনে বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলা দেশটিতে রোববার (২৭ অক্টোবর) ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ফার্নান্দেজ তাঁর প্রতিদ্বন্দ্বী  ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মরিসিও মাক্রিকে পরাজিত করেছেন। ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে ফার্নান্দেজ পেয়েছেন ৪৭.৭৯ শতাংশ ভোট। অন্যদিকে ম্যাক্রি পেয়েছেন ৪০.৭১ শতাংশ ভোট। 

আর্জেন্টিনার আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি ৪৫ শতাংশ ভোট পান কিংবা ৪০ শতাংশ ভোট ও তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকেন তবেই তিনি সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

নির্বাচনের ফলাফল প্রকাশের পরে ফার্নান্দেজের সমর্থকরা তাঁর নির্বাচনী সদর দফতরে উল্লাসে মেতে ওঠেন। পরাজয় মেনে নিয়ে মরিসিও মাক্রি ফার্নান্দেজকে স্বাগত জানিয়েছেন। 

রয়টার্সের বরাত দিয়ে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জয়লাভ করার পর ফার্নান্দেজ তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তিনি বিদায়ী প্রেসিডেন্টকে যথাসম্ভব সহযোগিতা করবেন।

আলবার্তো ফার্নান্দেজ আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির পদ গ্রহণ করবেন।

Loading...