loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

লতা মুঙ্গেশকর হাসপাতালে, সেরে উঠছেন


লতা মুঙ্গেশকর হাসপাতালে, সেরে উঠছেন

অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সোমবার (১১ নভেম্বর) ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

গুণী এই সঙ্গীতশিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠে বলিউড ও তাঁর ভক্তরা। অবশ্য, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আশঙ্কার কোনো কারণ নেই। কিংবদন্তি এই সঙ্গীতজ্ঞের অবস্থা স্থিতিশীল; তিনি দ্রুত সেরে উঠছেন।

জানা গেছে, শ্বাসকষ্টজনিত কারণে সেদিন রাত দুইটার দিকে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে রচনা শাহ জানিয়েছেন, তাঁর অবস্থা মোটেই আশঙ্কাজনক নয়। ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুত চিকিৎসা দেয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ।

৯০ বছর বয়সী লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি গান গেয়েছেন। ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান – ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণে সম্মানিত এই  গায়িকাকে ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত করা হয়।

Loading...