loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বিয়ে করেছেন হুমায়ূনের সাবেক স্ত্রী গুলতেকিন


বিয়ে করেছেন হুমায়ূনের সাবেক স্ত্রী গুলতেকিন

সম্প্রতি বিয়ে করেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক (প্রথম) স্ত্রী গুলতেকিন খান। তাঁর স্বামী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আফতাব আহমদ। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

ঢাকায় ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আফতাব আহমদ কবি ও লেখক হিসেবে পরিচিত।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের (১৯৪৮-২০১২) সঙ্গে গুলতেকিনের বিয়ে হয়েছিল ১৯৭৩ সালে। তাঁদের তিন কন্যা - নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ এবং এক পুত্র নুহাশ। গুলতেকিন-হুমায়ুনের বিচ্ছেদ হয়েছিল ২০০৩ সালে। 

আফতাব আহমদও আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে গুলতেকিন ও আফতাবের এই পরিণয় বলে জানা গেছে।

গুলতেকিন খান নিয়মিত কবিতা লেখেন। খবরে প্রকাশ, বিয়ের পরে গুলতেকিন যুক্তরাষ্ট্রে গেছেন। কিছুদিন পরে দেশে ফিরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন।

হুমায়ূন আহমেদ ২০১২ সালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ইন্তেকাল করেন। ২০০৫ সালে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ভালোবেসে ঘরে তুলেছিলেন তিনি। তাঁদের দুই পুত্র - নিষাদ ও নিনিদ।

Loading...