loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

ক্যাসিনোতে বুবলী


ক্যাসিনোতে বুবলী

রাজধানীতে ক্যাসিনো নিয়ে তুলকালামের মধ্যে নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন পরিচালক সৈকত নাসির। ক্যাসিনোর গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের বাইরে অন্য কোনো নায়কের সঙ্গে এটিই হতে যাচ্ছে এই নায়িকার প্রথম ছবি। ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে বুবলীর নায়ক নিরব। চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ক্যাসিনো-বাণিজ্য নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে। এতে নিরব অভিনয় করছেন একজন গোয়েন্দা অফিসারের চরিত্রে। অন্যদিকে বুবলীকে দেখা যাবে ক্যাসিনো গার্ল বা গ্যাম্বলারের চরিত্রে।

ক্যাসিনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে বুবলী একটি পত্রিকাকে বলেছেন, “আমি বরাবরই বলে এসেছি শাকিব খানের বাইরেও অভিনয় করতে আমি প্রস্তুত। সুযোগ পেলে নিশ্চয়ই সেটা ভালোভাবে কাজে লাগাব। তবে সে ছবিটি অবশ্যই আমি আগে যেসব ছবিতে অভিনয় করেছি সেগুলোর মতো মানসম্মত ও বাজেটসমৃদ্ধ হতে হবে। অবশেষে আমার পছন্দমতো ছবি পেয়েছি। নিরব দক্ষ অভিনেতা। আশা করছি ক্যাসিনো ছবিটি দেখে দর্শকরা আমাদের উৎসাহিত করবেন।”

২০১৬ সালে নায়িকা হিসেবে ঢাকার চলচ্চিত্রে পা রাখার পরে এ-পর্যন্ত নয়টি ছবিতে অভিনয় করেছেন বুবলী। প্রতিটি ছবিতেই তাঁর বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান।

Loading...