loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন ১৩ জানুয়ারি


চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন ১৩ জানুয়ারি

আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন রোববার (১ ডিসেম্বর) এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। বাছাই ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ ডিসেম্বর।

নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে তাঁর আসনটি শূন্য হয়েছিল।

Loading...