loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

এসএ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক জিতলেন দিপু


এসএ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক জিতলেন দিপু

নেপালে চলতি সাউথ এশিয়ান (এসএ) গেমসে প্রথম স্বর্ণপদক জয় করে বাংলাদেশকে গর্বিত করলেন দিপু চাকমা। নেপালের কাঠমান্ডুতে সোমবার (২ ডিসেম্বর) গেমসের প্রথম দিনে তায়কোয়ান্দো পুমসে ইভেন্টে ২৯-ঊর্ধ্ব বছর ক্যাটাগরিতে স্বর্নপদক জয় করেছেন তিনি। ১৬.২৪ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন তিনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

“প্রথমবারের মতো এসএ গেমসে অংশ নিয়েই স্বর্ণপদক জেতার পরে প্রতিক্রিয়ায় রাঙ্গামাটির ছেলে দিপু বলেন, “আমার অনুভুতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে স্বর্ণপদক পেয়েছি।”

দেশের বাইরে খেলতে এসেছি, দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। দেশকে কিছু দিতে পেরে আমি গর্বিত। এই আনন্দ আমি আসলে এখনও বুঝতে পারছি না, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না।”

Loading...