loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

মাইল্স-এর ৪০ বর্ষপূর্তি: সমাপনী কনসার্ট ২৪ ডিসেম্বর


মাইল্স-এর ৪০ বর্ষপূর্তি: সমাপনী কনসার্ট ২৪ ডিসেম্বর

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইল্স-এর চল্লিশ বর্ষপূর্তির বিশেষ আয়োজনের শেষ কনসার্ট হবে আগামী ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এটি আয়োজন করছে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড।

সম্প্রতি এ-উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মাইল্স-এর সদস্যরা জানান, চল্লিশ বছরপূর্তির সর্বশেষ আয়োজনটি তাঁরা বাংলাদেশেই রেখেছেন। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে তাঁদের পাশাপাশি গান পরিবেশন করবে দেশের অন্যান্য জনপ্রিয় ব্যান্ডও। সেদিন উপস্থিত দর্শকদের জন্য থাকবে বেশ কিছু চমক। থাকছে কনটেস্টে বিজয়ী ভক্তদের মাইল্স-এর সঙ্গে গান গাওয়ার সুযোগ।

আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিল-এর সিইও সাব্বির রহমান তানিম বলেছেন, ভক্তদের কাছে এই আয়োজন অনেকগুলো চমক নিয়ে হাজির হবে। এ-ব্যাপারে খুব শিগগিরই ঘোষণা দেয়া হবে।

ওয়ারফেইজ-এর শেখ মনিরুল আলম টিপু মাইল্সকে শুভ কামনা জানিয়ে বলেছেন, জনপ্রিয়তা একই রেখে এগিয়ে যাওয়া একটা বিশাল ব্যাপার - যা মাইল্স করে দেখিয়েছে। মাইল্স শুধু একটি ব্যান্ডই নয়, একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। নতুনদের জন্য মাইল্স একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে এবং থাকবে।

ফিডব্যাকের লাবু রহমান বলেন, এই প্রতিষ্ঠান একদিনে তৈরি হয়নি। মাইল্স-এর সবাই বিশ্বমানের মিউজিশিয়ান। সে-কারণেই এখনও মাথা উঁচু করে দাড়িয়ে আছে ব্যান্ডটি।

ভাইকিংস-এর তন্ময় বলেন, “চল্লিশ বছর পার করা অনেক বড় একটি ঘটনা। মাইল্স আমাদের জন্য একটি অনুকরণীয় ব্যান্ড। এটা দেখে আসছি আমাদের সময় থেকে এখন পর্যন্ত। তাঁদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।”

এর আগে, ৪০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া মিলে ২৮টি কনসার্ট করেছে মাইল্স। এর মধ্যে ১৮টি ছিল যুক্তরাষ্ট্রে, সাতটি কানাডায় এবং তিনটি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ায়। টানা এতো বড় বিদেশ সফর বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটাই প্রথম।

Loading...