loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বড়দিন ও নতুন বছরের বিশেষ আয়োজন আমারি ঢাকায়


বড়দিন ও নতুন বছরের বিশেষ আয়োজন আমারি ঢাকায়

এ-বছর বড়দিন উপলক্ষ্যে আমারি ঢাকায় থাকছে বিশেষ আয়োজন।

আমারি ঢাকার আমায়া ফুড গ্যালারিতে বড়দিনের ব্রাঞ্চ-এ থাকছে সান্তা, ডিসনি ম্যাস্কট মিনি, মিকি, ম্যাজিক শো, কিড্স পুল, খ্রিস্টমাস মুভি, বড়দের পাশাপাশি ছোটদের বুফে ও আরও নানা আয়োজন। এই ব্রাঞ্চ অফার উপভোগ করা যাবে জনপ্রতি ৩,৫০০ টাকায়।

আমায়া ফুড গ্যালারিতে বড়দিনের বিশেষ খাবারের সাথে থাকছে টার্কি স্পেশাল মেনু। বড়দিনের স্পেশাল টার্কিটি  সার্ভ করা হবে বেক্ড মাশরুম ও বেগন গ্রেভির সাথে।

বড়দিনের স্পেশাল ডিনার আয়োজন চলবে সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত। এই আয়োজনে থাকবে মুখরোচক প্যাস্ট্রি, বড়দিনের স্পেশাল কেক, বিশেষ  সালাদ, রকমারি থাই, ইন্ডিয়ান, চাইনিজ, জাপানিস ও ইতালিয়ান খাবার।

এই ডিনার অফার উপভোগ করা যাবে জনপ্রতি ৪,৫০০ টাকায়।

খ্রিস্টমাস-নিউ ইয়ার রুম প্যাকেজ  থাকছে ১৪,৯৯৯ টাকায়। এছাড়া, ফ্রি কাপল ডিনার বুফে ১,৫০০ টাকা (স্পা ভাউচার  ও বিশেষ ডিসকাউন্টসহ)। স্পাতে থাকছে বিশেষ গিফট হ্যাম্পার। ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ডিবিবিএল-এর সৌজন্যে থাকছে একটি কিনলে তিনটি ফ্রি বুফে।

তাই, পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন বড়দিনের টার্কি স্পেশাল ডিনার, ডিস্নি ব্রাঞ্চ, বিশেষ রুম প্যাকেজ উপভোগ করতে।

আমায়া ফুড গ্যালারিতে বুকিংয়ের জন্য কল করুন : ০১৭৭৭৭৭০৯৪৪, ০২৫৫০৫৯৬২০

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...