loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব ‘ইভ্যালি সেলুলয়েডে-৭১’


মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব ‘ইভ্যালি সেলুলয়েডে-৭১’

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং এর ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব ‘ইভ্যালি সেলুলয়েডে-৭১’ শুরু হয়েছে। আজ থেকে রাজধানীর শাহবাগের জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সাত দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক।

সবার জন্য উন্মুক্ত এই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, এস এস কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা শওকত হাসান মিয়া, গ্রীনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আ. ক. ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দেশে-বিদেশে ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন,নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেয়ার পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের পরিচয় তুলে ধরা মুক্তিযোদ্ধাদের নৈতিক দায়িত্ব।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উৎসবে প্রদর্শন করা হবে চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী, নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল, আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’, নাসির উদ্দিন বাচ্চুর ‘গেরিলা’ ও তৌকির আহমেদের ‘জয়যাত্রা’।

এছাড়া উৎসবে প্রদর্শন করা হবে প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘দেশে আগমন’ ও ‘নট এ পেনি নট এ গান’।

Loading...