loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জাগো এন্টারটেইনমেন্ট ও বৈশাখী টিভিতে আসছে ‘লাইলি মজনু’


জাগো এন্টারটেইনমেন্ট ও বৈশাখী টিভিতে আসছে ‘লাইলি মজনু’

‘মধ্যরাতের সেবা’ নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর আবারো জুটিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত ও অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এবার তাঁদের দেখা যাবে ‘লাইলী মজনু’ নাটকে।

আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত আটটায় নাটকটি প্রচার করা হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন ও বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেল জাগো এন্টারনেইনমেন্টে (www.youtube.com/JagoEntertainment)।

‘লাইলী মজনু’ নাটকটি পৃষ্ঠপোষকতা করছে ‘বিস্ক ক্লাব ফ্রুট ফান বিস্কুট’। মিড এন্টারপ্রাইজের ব্যানারে টিপু আলমের গল্পে নাটকটি রচনা করেছেন সুবাতা রাহিক জারিফা এবং পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া। নাটকটিতে আরও অভিনয় করেছেন শফিক খান দিলু, মিলন ভট্টাচার্য্য, শেলী আহসানসহ অনেকে।

পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে।

‘লাইলী মজনু’ নাটকে রাশেদ সীমান্ত একজন গার্মেন্টস-কর্মীর ভূমিকায় এবং অর্ষা একজন কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন। নাটকে দেখা যাবে, লাইলীর প্রেমে পড়েন নোয়াখালী থেকে আসা সহজ-সরল গার্মেন্টস-কর্মী মজনু। কিন্তু লাইলীকে পছন্দ করেন ভয়ঙ্কর সন্ত্রাসী জগলু। জগলুর ভয়ে লাইলীর দিকে কেউ ভুলেও চোখ তুলে তাকায় না। কিন্তু মজনু নাছোড়বান্দা, সে যেকোনো কিছুর বিনিময়ে হলেও লাইলীকে চায়। 

লাইলী মজনুকে বোঝায়, সে যেন লাইলীর কথা মন থেকে মুছে ফেলে, না হয় জগলুর লোক জানতে পারলে তাঁর জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। কিন্তু মজনু তাঁর সিদ্ধান্তে অটল। লাইলীকে পাওয়ার জন্য সে জীবন দিতেও রাজী। এ-খবর পৌছে যায় জগলুর কানে। এরপরই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। শেষ পর্যন্ত কি হলো দেখতে চোখ রাখতে হবে বৈশাখী টেলিভিশন ও জাগো এন্টারনেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...