loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

ঢাকা-উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস আ. লীগের মনোনয়ন পেলেন


ঢাকা-উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস আ. লীগের মনোনয়ন পেলেন

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ-সময় তিনি জানান, নারী কাউন্সিলরদের ব্যাপারে আজ সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আতিকুল ইসলাম বর্তমানে ঢাকা-উত্তর সিটি করপোরেশনে মেয়রের পদে এবং শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত ২৫ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেন আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।

Loading...