loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

ঢাকা-উত্তর সিটিতে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১


ঢাকা-উত্তর সিটিতে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

ঢাকা-উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও একটি বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

এই নির্বাচনে প্রার্থী হতে ডিএনসিসি’র সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টি মনোনীত জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়। মেয়র-প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডিএনসিসি’র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ-তথ্য জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

উত্তর-সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন - বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপি’র তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপি’র আনিসুর রহমান দেওয়ান।

এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জনের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ করা হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। 

ঢাকা বিভাগীয় কমিশনারকে নির্বাচন কমিশন আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করেছে।

Loading...