loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বেস্ট বাই-এর ‘আঁকো তোমার বিজয়’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত


বেস্ট বাই-এর ‘আঁকো তোমার বিজয়’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত

মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আঁকো তোমার বিজয়’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে আরএফএল গ্রুপের গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’।

গত ২৮ ডিসেম্বর উত্তরা ১৪ নম্বর সেক্টরে ‘বেস্ট বাই’ শোরুমে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পী বীরেন সোম।

এবারের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার আবরার হাসিন আরাবী। সে পেয়েছে বেস্ট বাই-এর পক্ষ থেকে ৪০ হাজার টাকার ক্যাশ ভাউচার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হয়েছে - যথাক্রমে নজম উল ওলামা ও পরিজাত চন্দ্র। তাঁরা পেয়েছে যথাক্রমে ২০ ও ১০ হাজার টাকার ক্যাশ ভাউচার। এছাড়া ৩৭ প্রতিযোগীকে দেয়া হয়েছে এক হাজার টাকার ক্যাশ ভাউচার।

এই প্রতিযোগিতার সহযোগী ছিল জনপ্রিয় স্টেশনারি ব্র্যান্ড ‘গুডলাক’।

তৃতীয়বারের মতো আয়োজিত ‘আঁকো তোমার বিজয়’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গত ৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সারাদেশ থেকে ১২০০ শিশু তাঁদের আঁকা ছবি জমা দেয়। সেখান থেকে বাঁছাই করে সেরা ৪০জনকে চূড়ান্ত পর্বের জন্য ডাকা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় এই শিশুদের পুনরায় আঁকা ছবি দেখে সেরা তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বেস্ট বাই-এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অফ সেলস আতিকুর রহমান, হেড অফ মার্কেটিং মেহেদী হাসান ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...