loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল ব্যাডমিন্টন


মঙ্গলবার শুরু হচ্ছে স্কুল ব্যাডমিন্টন

প্রায় দুই দশক পরে আগামী মঙ্গলবার মাঠে গড়াচ্ছে জাতীয় স্কুল (অনূর্ধ্ব-১৪) ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এর উদ্যোগ নিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। জাতীয় এই সংগঠনটির আহ্বানে সারাদেশের ৬০টি স্কুলের প্রায় দুই শতাধিক শাটলার টুর্নামেন্টে অংশ নেবে।

আগামী ১৪ জানুয়ারি পল্টন ময়দানস্থ শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই আসর উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি। বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ইভেন্টে লড়াই করবে ক্ষুদে শাটলাররা।

টুর্নামেন্ট সামনে রেখে রোববার (১২ জানুয়ারি) ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সচিব ওয়াহিদুজ্জামান রাজু। এ-সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিইও মশিউর রহমান, মিডিয়া কমিটির চেয়ারম্যান শাপলা আক্তার, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন গুনগুন রহমান দোলা, স্পন্সর প্রতিষ্ঠান লিডসাসের সিইও সাদিক প্রমুখ।

টুর্নামেন্ট কমিটির সচিব জানিয়েছেন, এই প্রতিযোগিতা চলবে তিন দিনব্যাপী। ঢাকার বাইরের অনেকগুলো স্কুল এন্ট্রি করেছে। আশার চেয়ে বেশি সাড়া পেয়েেছেন তাঁরা। ফেডারেশন প্রতিযোগিতায় টেকনিক্যাল সাপোর্ট দেবে। তাঁদের লক্ষ্য - এই আসর থেকে প্রতিভাবান শাটলার খুঁজে বের করা। নিজস্ব কোচদের মাধ্যমে এখান থেকে ২০জন ক্ষুদে শাটলারকে বাছাই করে স্কুল বন্ধকালীন সময়ে বছরে তিনমাস ক্যাম্প করা হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

Loading...