loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

কোর্টে ফিরেই চ্যাম্পিয়ন সানিয়া মির্জা


কোর্টে ফিরেই চ্যাম্পিয়ন সানিয়া মির্জা

আঘাত ও মাতৃত্বকালীন ছুটির কারণে টানা দুই বছর কোর্টের বাইরে থাকতে হয়েছে সানিয়া মির্জাকে। বাইরে থাকলেও যে র‌্যাকেটে মোটেই ধুলো জমেনি - তা প্রমাণ করে দিলেন এই ভারতীয় টেনিস সেনসেশন।

হোবার্ট ইন্টারন্যাশনাল দিয়ে দারুণ প্রত্যাবর্তন হয়েছে সানিয়ার। শনিবার (১৮ জানুয়ারি) তাঁর ইউক্রেনের সঙ্গী নাদিয়া কিচেনোককে নিয়ে নারীদের ডাবলে শিরোপা জিতেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

ফাইনালে দ্বিতীয় বাছাই চাইনিজ দল ‍শুয়াই পেং ও শুয়াই জাংকে সরাসরি সেটে হারিয়েছেন সানিয়া-কিচেনক। এই ইন্দো-ইউক্রেন যুগল প্রতিপক্ষকে হারিয়েছেন এক ঘণ্টা ২১ মিনিটে ৬-৪ ও ৬-৪ গেমে।

এই নিয়ে ৪২টি ডব্লিউটিএ ডাবলে শিরোপা জিতলেন সানিয়া। 

পুত্র সন্তান ইজহান-এর জন্ম হওয়ায় কারণে ২০১৮ ও ২০১৯ সালে কোর্টে নামতে পারেননি তিনি।

Loading...