loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • নিউইয়র্কে নৈশ কারফিউ ৭ জুন পর্যন্ত বলবৎ

  • করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে

  • ওয়াজিদ খানের মৃত্যু, ছিন্ন হলো সাজিদ-ওয়াজিদ জুটি

  • অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার মৃত্যু বাড়বে: ডব্লিউএইচও

  • ডিপিএস-এর এপ্রিল ও মে মাসের বিলম্ব ফি নেয়া যাবে না

চট্টগ্রামে তিনদিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা শনিবার শুরু


চট্টগ্রামে তিনদিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা শনিবার শুরু

চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সোসাইটি অফ চিটাগং আইটি প্রফেশনালের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা (আইটি ফেয়ার-২০২০) শনিবার (২৫ জানুয়ারি) থেকে চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আইটি খাতের উন্নয়নে তৃতীয়বারের মতো এই মেলা আয়োজন করা হচ্ছে বলে জানান চেম্বার সভাপতি মো. মাহবুবুল আলম। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

তিনি বলেন, এবারের মেলায় ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। মেলায় প্রবেশের জন্য কোনো মাশুল প্রয়োজন হবে না। সর্বসাধারণের জন্যই এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চেম্বার সভাপতি বলেন, ২৫ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য ডা. আফসারুল আমীন, এম এ লতিফ প্রমুখ।

Loading...