loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

কোপা ডেল রে থেকে অ্যাটলেটিকোর বিদায়


কোপা ডেল রে থেকে অ্যাটলেটিকোর বিদায়

এফ.সি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পরে স্পেনের ফুটবল লিগের (লা লিগা) তৃতীয় পরাশক্তি অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ক্লাবটি আছে লিগ তালিকার তৃতীয় স্থানে। কিন্তু সেই অ্যাটলেটিকোই এবার হেরে বসলো ছোট দল কালচারাল লিওনেসার কাছে!

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্পেনের বি লিগের দলটি কোপা ডেল রে’র রাউন্ড ৩২ থেকে বিদায় করে দিয়েছে অ্যাটলেটিকোকে। এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হেরেছেন ডিয়েগাে সিমিওনের শিষ্যরা।

এদিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ৬২ মিনিটে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন অ্যাঙ্গেল কোরেয়া; তবে সেই ব্যবধান তাঁরা ধরে রাখতে পারেননি। উল্টো অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাটলেটিকো।

৮৩ মিনিটে লিওনেসাকে সমতায় ফেরান হুলেন কাস্তেনেদা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১০৮ মিনিটে লিওনেসাকে জয়সূচক গোল এনে দেন সার্জিও বেনিতো।

Loading...