loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

কলকাতা বইমেলা শুরু হয়েছে


কলকাতা বইমেলা শুরু হয়েছে

আগামী বছর বইমেলার থিম কান্ট্রি হবে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ঘিরে আগামী বছরের বইমেলা উৎসর্গ হবে বঙ্গবন্ধুর নামে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে বইমেলা শুরু হয়েছে। কলকাতার সায়েন্স সিটির সামনের মিলনমেলা ময়দানে ঐতিহ্যবাহী এই বইমেলা উদ্বোধন করা হয়। এ-বছর এই বইমেলা ৩৯ বছরে পা দিয়েছে।

বাংলাদেশসহ ২০টি দেশ এই মেলায় অংশগ্রহণ করছে। মেলা উপলক্ষে বাংলাদেশ থেকে এসেছে ৪৫টি প্রকাশনী সংস্থা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মেলা প্রাঙ্গনস্থ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেয অতিথি ছিলেন রাশিয়ার মন্ত্রী পর্যায়ের পদাধিকারী ভ্লাদিমির গ্রিগোরিয়েভ ও দিল্লীর রুশ রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলাই রিশাতোভিচ। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। 

এর মধ্য দিয়ে নয়দিনের লেখক-প্রকাশক, ক্রেতা-দর্শকের মিলন মেলা শুরু হলো। এটি কলকাতায় বিশ্বজুড়ে সাহিত্য, সংস্কৃতি আর চারুকলার বৃহত্তম আয়োজন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এবারের মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হয়েছে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের আদলে। এই প্যাভিলিয়নে থাকবে বাংলাদেশের ৪৫টি প্রকাশনা সংস্থা। বইমেলার সমাপ্তি দিনে বইমেলায় উদ্‌যাপিত হবে বাংলাদেশ দিবস। সেদিন বাংলাদেশ থেকে যোগ দেবেন বাংলাদেশের প্রথিতযশা কবি-সাহিত্যিক-লেখক ও বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীসহ মন্ত্রী এবং সাংসদেরা। আগামী বছর বইমেলার থিম কান্ট্রি হবে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ঘিরে আগামী বছরের বইমেলা উৎসর্গ হবে বঙ্গবন্ধুর নামে।

বইমেলার শেষ দিন কলকাতা উপ-হাইকমিশনের আয়োজন ও বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ দিবস’। অনুষ্ঠানে সেমিনার ও বাংলাদেশি শিল্পীদের উপস্থাপনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে। সেমিনারের বিষয়বস্তু থাকবে ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলা স্বপ্নের বাস্তবায়ন’’।

বইমেলার এবারের থিম দেশ রাশিয়া। ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ৬০০ স্টল থাকছে বইমেলায়। লিটল ম্যাগাজিনের জন্য রয়েছে ২০০টি স্টল। দু’টি বড় হল রয়েছে প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন ও বিশিষ্ট নাট্যকার গিরিশ কার্নাডের নামে। এছাড়া তৈরী করা হয়েছে একটি ‘সম্প্রীতি গেট’।

এশিয়াটিক সোসাইটির সাহায্যে তৈরী করা হয়েছে বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে বিদ্যাসাগর সংগ্রহশালা। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নামকরণ হয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে। প্রেস কর্নারের নামকরণ করা হয়েছে বর্তমান পত্রিকার প্রয়াত সম্পাদক শুভা দত্তের নামে । মুক্তমঞ্চের নামকরণ হয়েছে অদ্রীশ বর্ধনের নামে। 

২০টি দেশ এই মেলায় অংশগ্রহণ করছে। বইমেলায় বাংলাদেশ, রাশিয়া, কোস্টারিকা, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা ও আর্জেন্টিনা থেকে লেখকেরা আসবেন।

Loading...