loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফেদেরারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ


ফেদেরারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় সেমিফাইনালে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরারকে ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন প্রতিযোগিতার দুই নম্বর বাছাই জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড সাতবারের এই চ্যাম্পিয়ন জিতেছেন দুই ঘণ্টা ১৮ মিনিটে।

প্রথম সেটে এক পর্যায়ে ৪-১ গেমে এগিয়ে গিয়েছিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। পঞ্চম গেমেও ৪০-০ পয়েন্টে লিড নিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই পেছাতে শুরু করেন ফেদেরার, আর দারুণভাবে ঘুরে দাঁড়ান জোকোভিচ। ওই সেট টাইব্রেকারে জিতে পরের দুই সেটে ফেদেরারকে দাঁড়াতেই দেননি জোকারখ্যাত তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে এই নিয়ে চতুর্থবার লড়াইয়ে নেমেছিলেন ফেদেরার ও জোকোভিচ। আগের তিনবারের মতো এবারও শেষ হাসি হেসেছেন ৩২ বছর বয়সী জোকোভিচ। এর আগে ২০০৮, ২০১১ ও ২০১৬ সালেও ফেদেরারকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

অবশ্য, এদিন শতভাগ ফিট ছিলেন না ফেদেরার। খেলা চলাকালে তাঁকে হালকা চিকিৎসা নিতে হয়েছে। গ্রোয়েন ইনজুরির কারণে টেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও ভুগতে হয়েছিল তাঁকে। তবে জোকোভিচের জয়কে খাটো করে দেখার উপায় নেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ফেদেরারের সঙ্গে এটি ছিল তাঁর ৫০তম দ্বৈরথ। এবারের জয়ে সুইস তারকার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন তিনি। জোকোভিচের ২৭ জয়ের বিপরীতে ফেদেরারের জয় ২৩টি।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ বলেছেন, ‘তিনি (ফেদেরার) যদি ব্রেক পয়েন্টগুলো (ষষ্ঠ গেমে) পেতেন, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। তিনি ভালোভাবে শুরু করেছিলেন। আমি কিছুটা নড়বড়ে ছিলাম। আজ (বৃহস্পতিবার) খেলতে আসার জন্য তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি নিশ্চিতভাবেই ব্যথা অনুভব করছিলেন এবং মুভমেন্টের দিক থেকে নিজের সেরা রূপে ছিলেন না।’

১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ আগামী রোববার মেলবোর্ন পার্কে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন ডমিনিক টিম ও আলেকজান্ডার জেভরেভের মধ্যকার ম্যাচের বিজয়ীর। এই দুজন দ্বিতীয় সেমিফাইনালে রড লেভার অ্যারেনায় পরস্পরের মোকাবেলা করবেন আজ শুক্রবার।

Loading...