loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন কেনিন


অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন কেনিন

ক্যারিয়ারে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা জেতার অভূতপূর্ব স্বাদ নিলেন যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী তরুণী সোফিয়া কেনিন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) গারবিনিয়ে মুগুরুজাকে ২-১ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কেনিন। রড লেভার অ্যারেনায় ফাইনালে তিনি জিতেছেন ৪-৬, ৬-২ ও ৬-২ গেমে।

সেমিফাইনালে কেনিন সরাসরি সেটে ২-০ ব্যবধানে হারিয়েছিলেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ও ফেভারিট অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টিকে। মুগুরুজাও একই ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন রোমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে।

চতুর্দশ বাছাই কেনিন এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেন। মস্কোতে জন্ম নেওয়া এই আমেরিকান খেলোয়াড় এর আগে কখনো কোনো গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডও পার হতে পারেননি।

স্প্যানিশ তারকা মুগুরুজা এর আগে দু’টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পরে ২০১৭ সালে তিনি পেয়েছিলেন উইম্বলডন শিরোপার স্বাদ। তবে গত বছরটা একদমই ভালো কাটেনি তাঁর। ফলে অবাছাই হিসেবে ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনে পা রেখেছিলেন তিনি।

Loading...