loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • সাহারা খাতুন হাসপাতালে ভর্তি

  • কোভিড-১৯ চিকিৎসায় উত্তরায় ৩০০ শয্যার হাসপাতাল উদ্বোধন

  • মাস্ক পরার নতুন পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন, ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে

  • দেশে করোনায় ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু, ২৬৩৫ জন শনাক্ত, সুস্থ ৫২১ জন

ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে


ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে

ঢাকা-উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময় আজ বিকেল চারটায় শেষ হয়েছে। স্বল্প ভোটার উপস্থিতি, ইভিএম-এ আঙুলের ছাপ না মেলার বিড়ম্বনা, বিক্ষিপ্ত সংঘর্ষ ও সাংবাদিকদের উপর কিছু হামলার ঘটনা ঘটেছে। “অনিয়ম” ও “বিশৃঙ্খলা” বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কম উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ার প্রত্যাশা থাকলেও তা ঘটেনি। অনেকটা অলস সময় কাটিয়েছেন ভোটকেন্দ্রের কর্মকর্তারা।

ইভিএম-এ আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে এমনকি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকেও। সকাল ১১টার দিকে উত্তরার একটি কেন্দ্রে ভোট দিতে যান তিনি। আঙুলের ছাপ না মেলায় জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে তাঁকে ভোট দিতে হয়েছে। সাধারণ ভোটাররাও আঙুলের ছাপ না মেলার কারণে বিড়ম্বনায় পড়ার অভিযোগ তুলেছেন।

ভোটগ্রহণ কেন্দ্র করে কম-বেশি সাতটি ওয়ার্ডে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া, ইভিএম-এ ভোট গোপন থাকছে না বলে অভিযোগ করছেন কিছু ভোটার। তাঁদের অভিযোগ, তাঁরা যখন ভোট দিয়েছেন তখন কে, কোন মার্কায় দিচ্ছেন - তা পোলিং অফিসাররা দেখেছেন। কোনো কোনো ক্ষেত্রে এজেন্টরাও দেখছেন কোন প্রতীকে ভোট দেওয়া হচ্ছে। এমনকি কয়েকটি কেন্দ্রে এজেন্টদের বুথের ভেতরে ঢুকে যাওয়ার ঘটনাও দেখা গেছে বলে সংবাদে প্রকাশ।

Loading...