loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রোববার ঢাকায় বিএনপি’র হরতাল, প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের


রোববার ঢাকায় বিএনপি’র হরতাল, প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের

ঢাকা-উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকায় হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করার কথা জানিয়েছেন তিনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।”

এর আগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি’র একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জমা দেন বলে সংবাদে প্রকাশ। 

নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের আমির খসরু বলেন, অনেক কেন্দ্রেই ধানের শীষের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেক জায়গায় তাঁদের “লাঞ্ছিত” করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছেন।

অন্যদিকে, এই হরতাল কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হরতালের ডাক দিয়েছে। তাঁদের ডাকা হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে।

এদিকে, হরতাল না মেনে যানবাহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (১ ফেব্রুয়ারি) হরতাল ঘোষণার পরে এক প্রতিক্রিয়ায় মালিক সমিতির এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা এই হরতাল মানেন না। যানবাহন চলাচল করবে। ভাঙচুরের চেষ্টা হলে এর দায় বিএনপিকেই বহন করতে হবে।

Loading...