loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

গ্রন্থমেলায় আনিসুর রহমান নান্টুর ‘অভিনয় ও অভিনেতা’


গ্রন্থমেলায় আনিসুর রহমান নান্টুর ‘অভিনয় ও অভিনেতা’

নবীন ও উদীয়মান নাট্যকর্মীদের জন্য অভিনয়-শিক্ষার বই ‘অভিনয় ও অভিনেতা’ লিখেছেন নাট্যনির্দেশক ও লেখক আনিসুর রহমান নান্টু। ছায়াবীথি প্রকাশনী থেকে এবারের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশিত হয়েছে।

বইটি সম্পর্কে লেখক বলেন, “অভিনয়কে সাবলীল এবং প্রাঞ্জল করে তুলতে হলে অভিনেতাকে অভিনয় সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হয়। অভিনয়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুভূতি সম্পর্কে ভাবতে হয়। এই ভাবনা বিকাশের জন্য প্রয়োজন ভেতর-বাইরের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ। আজ টেলিভিশন বা মঞ্চে বেশ কিছু ভালো নাটক হচ্ছে। তরুণরা অভিনয় বেশ ভালোই করছে। তবে তাঁদের আরও উন্নতির জায়গা আছে। পান্ডুলিপি থেকে নাটক মঞ্চায়ন পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমার প্রয়োজনীয় অনেক কথা আছে এই বইয়ে। অভিনয় করার জন্য কোন কোন বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য - তা নিয়েও বিশদভাবে বলা হয়েছে। কোন বিষয়ে পরিশ্রম ও অনুশীলনের প্রয়োজন - তা ছবিসহ বিস্তারিত আলোচনা করেছি। এসব নিয়েই আমার ‘অভিনয় ও অভিনেতা’।”

আনিসুর রহমান নান্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা)-এর আহ্বায়ক ও প্রাক্তন সভাপতি। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, মাদারীপুর জেলা সংদের প্রাক্তন সাধারণ সম্পাদক। তাঁর লেখা বেশ কিছু নাটক মঞ্চে অভিনীত হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিকায় রচিত পথনাটক ‘ওলট পালট’ দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রদর্শিত হয়েছে। নাট্যাভিনেতা হিসাবে তিনি বেতার ও মঞ্চে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।

‘অভিনয় ও অভিনেতা’ বইটির দাম ২০০ টাকা। এর প্রচ্ছদ একেছেন চারু সাইফুল। অমর একুশে গ্রন্থমেলায় ছায়াবীথি প্রকাশনীতে (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নং ২৮০-২৮২) বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাবে ই-কমার্স সাইট রকমারীডটকম সহ দেশের সকল প্রধান বই ঘরগুলোতে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...